চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদ্যুৎপৃষ্টে দুই সহোদরের মৃত্যু হয়েছে। ২৬ আগস্ট সোমবার রাত ৮টার দিকে ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়া গ্রামে সহোদর রাজিব (২৬) ও রুবেল (২৩) নিজ বসতঘরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়। নিহত রাজিব ও রুবেল ছোট হলদিয়া গ্রামের চাঁন মিয়া মেস্তরীর ছেলে।
ফরাজীকান্দি ইউপি সদস্য আবদুল হালিম সরকার বলেন,দুই ভাই তাদের নিজ বসতঘরে বিদ্যুতের ওয়ারিংয়ের কাজ করছিলেন। কিন্তু কাজের সময় বিদ্যুৎসংযোগ সচল থাকায় মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ২৬ আগস্ট ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur