চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাধি ইউনিয়নে নির্মাণাধীন ভবনের রড কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ সাজ্জাদ বেপারি (২২) নামে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
৯ জুন বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ইউনিয়নের করবন্দ গ্রামের পাটোয়ারী বাড়িতে এই দূর্ঘটনা ঘটে। সাজ্জাদ একই গ্রামের বেপারী বাড়ীর মো. কাশেম বেপারীর ছেলে।
নিহতের স্বজনরা জানায়, সকাল সাড়ে ১০টার এলাকার বাসিন্দা মাসুদুর রহমান পাটোয়ারীর পাকা ঘর নির্মাণ করতে গিয়ে রড কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষনিক বাড়ির লোকজন তাকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ ঘটনার বিষয়টি সতত্যা নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ দেয়া হলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট,৯ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur