নির্মাণাধীন একটি ভবনের ছাদের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন আপন দু’ভাই। সোমবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ইউসুফ (২৬) ও সাইফুল (১৭) বর্তমানে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইসলামাবাদ গ্রামের দর্জিবাড়ির মামুন সুজাতপুর বাজারে রাস্তার পাশে একটি দোকান নির্মাণ করছিলেন। আর এ নির্মাণ কাজের ঠিকাদার ছিলেন দেলোয়ার হোসেন নামক এক ব্যক্তি। ঠিকাদারের হয়ে উপজেলার বেগমপুর গ্রামের মো.শহিদ প্রধানের দু’ছেলে ইউসুফ ও সাইফুল কাজ করতেন। ঘটনার সময় ওই নির্মাণাধীন দোকানের ছাদের সেন্টারিং এর কাজ করতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে রড জড়িয়ে যায়। এতে ওই দু’ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিঁটকে পড়ে এবং তাদের পা ও কোমরের চামড়া ঝলসে যায়। পরে তাদের গুরুতর আহত অবস্থায় অন্যান্য শ্রমিক ও ঠিকাদার দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহতদের পা,হাটু ও হাতের চামড়া ঝলসে গেছে, চিকিৎসা চলছে।
পলাশ রায়, মতলব দক্ষিণ
আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫৯ পিএম, ১৭ এপ্রিল ২০১৭, সোমবার
ডিএইচ