চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পূর্ব কলাদী এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আজ মঙ্গলবার সকালে এক শ্রমিকের মৃত্যু হয়েছে । তাঁর নাম মো.কাদির (৩৫)। তাঁর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার কাউয়াদী গ্রামে। সেখানকার আবুল কালামের ছেলে তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মো.কাদির পূর্ব কলাদী এলাকায় জাহাঙ্গীর আলমের রাইস মিলে শ্রমিকের কাজ করতেন। আজ সকাল সাতটায় ওই রাইস মিলের ভেতরে রাখা পানি তোলার মোটর চালু করতে গিয়ে আচমকা সেখানকার বৈদ্যুতিক সকেটে তাঁর আঙ্গুল ঢুকে যায়। এতে তাঁর শরীর বিদ্যুতায়িত হয় এবং অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান তিনি।
আশপাশের লোকজন সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ জানান, আজ দুপুরে এ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত কাদিরের লাশ তাঁর পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,১৬ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur