চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম বাইশপুর গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিল্পী আক্তার (৪০) নামে দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় নিজ ঘরে বিদ্যুৎপৃষ্ট হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল ও নিহতের স্বজনরা জানান, সুইচ বোর্ড থেকে বিদ্যুতের তার টিনের বেড়ায় লেগেছিল। বেড়ায় লাগোয়া চাউলের ড্রাম থেকে চাউল আনতে গিয়ে বিদ্যুৎ বৃষ্টি হয়ে তিনি জ্বলেসে যান। বিদ্যুৎপৃষ্ট হওয়ার সাথে সাথেই শিল্পী আক্তার মারা যান। এসময় বাসায় কেউ ছিলনা। পরের লোকজন তাকে মেঝেতে পড়ে থাকতে দেখে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আসার পূর্বেই সে মারা গেছে। শিল্পী আক্তারের দুই সন্তান রয়েছে। তার স্বামীর নাম আব্দুল সাত্তার।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur