মতলব দক্ষিণে আসন্ন পবিত্র মাহে রমজান ও গ্রীষ্মে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে গ্রাহকদের সাথে মতবিনিময় করেছেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মতলব দক্ষিণ জোনাল অফিস। বুধবার (৯ মে) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম।
মতবিনিময় সভার শুরতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, প্রাকৃতিক দুর্যোগ এবং পুনরুদ্ধার কাজ ক্ষতির ক্ষেত্রসমূহ, ত্রুটির কারণ পুনরুদ্ধার প্রক্রিয়া, ক্ষয়-ক্ষতির কারণ, লোডশেডিং বনাব বিদ্যুৎ বিভ্রাট এবং সকল গ্রাহকদের সুবিধার জন্য লোডশেডিং বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনা করেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির-২ মতলব দক্ষিণ জোনাল অফিসের ডিজিএম দিলিপ চন্দ্র চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, জেলা কৃষকলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, পৌরসভার প্যানেল মেয়র-২ কিশোর কুমার ঘোষ, মতলব পৌর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক গনেশ ভৌমিক, উপজেলা আওয়ামীলীগ নেতা আল এমরান চৌধুরী, মতলব প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক রোটা মাহফুজ মল্লিক।
রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মতবিনিময়
এ দিকে আসন্ন পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল ও ভেজালমুক্ত রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৯ মে) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম।
স্বাগত বক্তব্যে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সকলের সহযোগীতা কামনা করেন। এ ছাড়া কোনো প্রকার ভেজাল পণ্য বিক্রি থেকে বিরত থাকার অনুরোধ জানান। এ বিষয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, জেলা কৃষকলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, পৌরসভার প্যানেল মেয়র-২ কিশোর কুমার ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, মতলব দক্ষিণ থানার এসআই আনিসুল হক, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন, মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, মতলব পৌর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক গনেশ ভৌমিক ও উপজেলা আওয়ামীলীগ নেতা আল এমরান চৌধুরী প্রমুখ।
প্রতিবেদক : মাহফুজ মল্লিক