চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজারে অভিযান চালিয়ে এক সার ও কীটনাশক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা।
সূত্রে জানা যায়, নারায়ণপুর বাজারের সার ও কীটনাশক বিক্রেতা তোফাজ্জল হোসেনের ছেলে সানাউল্লাহকে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও নিষিদ্ধ ঔষধ বিক্রি করে আসছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের নজরে আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই অভিযান পরিচালিত হয়। অভিযানে তার দোকানে উত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ কার্বোফুরান কীটনাশক ঔষধ পাওয়া যায়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এই সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোতাসির হোসেন, উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হেলাল উদ্দিন সহ মতলব দক্ষিণ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন
অভিযানের বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন্য পাল বলেন, আধুনিক কৃষি ব্যবস্থাপনায় কীটনাশকের ব্যবহার হচ্ছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয়ের অনুমতি বিহীন ঔষধ কৌশলে বিক্রিয়া করছে, সেই সাথে বিক্রয় নিষিদ্ধ কার্বোফুরান নামের কীটনাশকও গোপনে বিক্রয় করে। কার্বোফুরান হলো একটি শক্তিশালী কার্বামেট গ্রুপের কীটনাশক ও নেমাটিসাইড, যা ফসলের ক্ষতিকর পোকামাকড়, মাইট এবং নেমাটোড দমনে ব্যবহৃত হয়, যা শিকড় বা মাটি থেকে শোষিত হয়ে সারা গাছে ছড়িয়ে পড়ে এবং পোকার স্নায়ুতন্ত্রকে অবশ করে দেয়, তবে এটি অত্যন্ত বিষাক্ত এবং মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকর।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা বলেন, মেয়াদ উর্ত্তীণ ঔষধ ব্যবহারের ফলে কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছে। সেই সাথে বিক্রয় নিষিদ্ধ কার্বোফুরান কীটনাশক পরিবেশের ক্ষতি করছে। অসাধু ব্যবসায়ীদের বিষয়ে আমাদের অভিযান নিয়মিত চলবে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,
১৭ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur