Home / উপজেলা সংবাদ / মতলবে বাল্য বিয়ের অভিযোগে কনের মামাকে ১৫ দিনের জেল
child marrige

মতলবে বাল্য বিয়ের অভিযোগে কনের মামাকে ১৫ দিনের জেল

চাঁদপুরের মতলব উত্তরে ৯ম শ্রেণীর ছাত্রীর বিয়ের আয়োজন করায় কনের মামাকে ১৫ দিনের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গত রোববার (১১ অক্টোবর) উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের জামালকান্দি গ্রামে বাল্য বিয়ের আয়োজন করতে গেলে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সসুলতানাবাদ ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন এই বাল্য বিয়ে বন্ধ রাখার নির্দেশ দিলেও কনে পক্ষ বিয়ের আয়োজন বন্ধ না করে নাই।

এমন খবর শুনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম কনের বাড়িতে অভিযান চালান এবং অভিযুক্ত কনের মামা কনের মামা দুর্গাপুর ইউনিয়নের লবাইরকান্দি গ্রামের সুলতান আহমেদ ভূঁইয়ার ছেলে মতিন প্রধান (৫৫) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

আপডেট: ১০:৫৪ পিএম, ১২ অক্টোবর ২০১৫, সোমবার

ডিএইচ/

কামাল হোসেন খান