মতলবে বাবুরপাড়া সপ্রাবির সভাপতি শাহীন

মতলব দক্ষিণ উপজেলার ১১২ নং বাবুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ মার্চ বেলা এগারোটায় প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।সভাপতি পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১১ জন ভোটারের মধ্যে ৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান শাহীন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফরিদ মিয়াজী পেয়েছেন ৩ ভোট। নির্বাচনের দায়িত্বে ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা আক্তার ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত আলী সরকার।

এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২ মার্চ ২০২৩

Share