চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ইয়ামিন (১১) নামে ঐ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, রোববার (২৩ জুন) দুপুরে উপজেলার ছেংগারচর পৌরসভাস্থ ২নং ওয়ার্ডের শিকিরচর গ্রামে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত শিশু উত্তর শিকিরচর গ্রামের সুরুজ প্রধানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,ঈদের ছুটিতে বাবা মায়ের সাথে গ্রামে এসেছিলো শিশু ইয়ামিন। রোববার বেলা ১২ টার দিকে মেঘনা নদীতে গোসল করতে নেমে আর উঠেনি। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। প্রায় দেড় ঘন্টা পর জেলেদের জাল দিয়ে শিশু ইয়ামিনের মরদেহ উদ্ধার করে।
এই ঘটনায় ইয়ামিনের পরিবারে শোকের মাতম চলছে। পরে বাদ আছর জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ২৪ জুন ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur