Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে বজ্রপাতে নিহত ৫ পরিবারকে অনুদান
মতলবে বজ্রপাতে নিহত ৫ পরিবারকে অনুদান

মতলবে বজ্রপাতে নিহত ৫ পরিবারকে অনুদান

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বজ্রপাতে নিহত ৫ পরিবারের সদস্যদের মাঝে আড়াই লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে। (২৮ জুন) মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী দাস তারা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহানা আক্তার রুমাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ।

নিহত পরিবারগুলো হচ্ছে মতলব পৌরসভার মৃত কানাই বর্মণের স্ত্রী মনি রানী বর্মন, মৃত যাদব বর্মনের স্ত্রী সেবিকা রানী দাস, নায়েরগাঁও উত্তর ইউনিয়নের মরহুম দুলাল মিয়ার স্ত্রী মর্জিনা বেগম, নারায়ণপুর ইউনিয়নের মৃত সবুজ দাসের স্ত্রী পুষ্প রানী, অতীন্দ্র চন্দ্র দাসের স্ত্রী অলকা রানী।

নিহত প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।

মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১০:০০ এএম, ২৯ জুন ২০১৬, বুধবার
ডিএইচ

Leave a Reply