Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী পালিত
98 th ...

মতলবে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী পালিত

মতলব দক্ষিণ প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গনে অস্থায়ীভাবে স্থাপিত বঙ্গবন্ধুর পতিকৃতিতে প্রশাসনিক,রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরুষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাণী দাস তাঁরা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোটা. ডা.এ কে এম মাহাবুবুর রহমান, মতলব দক্ষিণ থানার অফিসার্স ইনচার্জ মো.কুতুবউদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম,া মাধ্যমিক শিক্ষা অফিসার আ.রহিম খান, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল হক মোল্লা, অধ্যক্ষ মো. আলাউদ্দি, আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মো.আনিসুরজ্জামান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক বিন জামান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম সরকার, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা আক্তার আঁখি, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, ক্রীড়া সম্পাদক গোলাম হায়দার মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান,মতলব পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, যুবলীগের যুগ্ম-আহবায়ক বাদল নন্দী, উত্তম কুমার ঘোষ, প্রধান শিক্ষক মো.বোরহান উদ্দিন খান, প্রধান শিক্ষক মো.কবির হোসেন, মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম সেফা এবং উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাসহ সামাজিক,রাজনৈতিক,শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

আলোচনা শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালন করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মো.রেজাউল করিম।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক
আপডেট, বাংলাদেশ সময় ৫:১০ পিএম অক্টোবর ২০১৭
এজি