Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে ফেরী থেকে লক্ষাধিক টাকার বইসহ সিএনজি পানিতে
মতলবে ফেরী থেকে লক্ষাধিক টাকার বইসহ সিএনজি পানিতে

মতলবে ফেরী থেকে লক্ষাধিক টাকার বইসহ সিএনজি পানিতে

চাঁদপুরের মতলব দক্ষিণের ফেরীতে দ্রুতগতিতে ওঠতে গিয়ে সিএনজি চালিত অটোরিক্সা বুধবার (১৩ জুলাই) সকাল ১০টায় পানিতে ডুবে যায়।

এ সময় সিএনজিতে থাকা প্রায় লক্ষাধিক টাকার বই ভিজে নষ্ট হয়ে যায়। এ সময় সিএনজি ফেরীর সাথে ধাক্কা লেগে সামনের অংশ চেপ্টা হয়ে যায় এবং ড্রাইভার রাসেল (৩০) আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দিন চাঁদপুর ন্যাশনাল লাইব্রেরী থেকে ছেংগারচর মোল্লা লাইব্রেরীতে বই নিয়ে যাওয়ার পথে মতলব দক্ষিণে থানা সংলগ্ন দক্ষিণ পাড় থেকে ফেরীতে দ্রুত উঠতে যায়। এ সময় সিএনজিটির সামনের চাকা ফেরীতে উঠে। ওই মুহূর্তে ফেরীটি উত্তর পাড়ে যাওয়ার জন্য ব্রেগার দিলে সিএনজিটি পানিতে ডুবে যায় এবং সিএনজিতে থাকা ড্রাইভার রাসেল পানিতে পড়ে গিয়ে আহত হয়। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

পরে প্রশাসন ও স্থানীয় লোকজনের সহযোগিতায় মতলব দক্ষিণ থানার এসআই জহিরুল ইসলাম সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ২:০০ পিএম, ১৩ জুলাই ২০১৬, বুধবার
ডিএইচ