চাঁদপুরের মতলব ধনাগোদা নদীর ফেরী চলাচল বন্ধ হয়ে আছে। নদীর উত্তর পাড়ের “গ্যাংওয়ে জেডি” পানিতে তলিয়ে যাওয়ায় রোববার (১০ জুন) বেলা সাড়ে ১১টা থেকে ফেরী চলাচল বন্ধ হয়ে যায়।
ফলে দু’পাড়ে আটকে থাকা ঢাকা ও মতলবগামী শতাধিক যানবাহনের যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়।
আটকে থাকা একাধিক যাত্রীরা জানান দীর্ঘ সময় অপেক্ষা করে ফেরী স্বচল না হওয়ায় দক্ষিণ পাড়ের যাত্রীরা গৌরীপুর হয়ে ঢাকা এবং উত্তর পাড়ের যাত্রীরা দাউদকান্দি হয়ে মতলব চাঁদপুর সহ তাদের গন্তব্য পৌছতে হয়েছে। ফেরীর ঠিকাদার উজ্জ্বল এন্টারপ্রাইজের স্বত্ত¡াধিকারী আবুল বাসার পারভেজ বলেন, বেলা সাড়ে ১১টায় হঠাৎ করে গ্যাংওয়ে জেডি তলিয়ে যাওয়ায় ফেরী চলাচল বন্ধ হয়ে যায়।
সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদেরকে বিষয়টি জানানো হয়েছে। তাদের গাফিলতির কারনে এ ঘটনা ঘটেছে। সুপার ভাইজার নাছিরকে ফেরীর নানা সমস্যার কথা বলা হলেও তিনি তা কখন কর্নপাত করেনি এবং দীর্ঘ সাত মাস যাবত ফেরীতে তিনি আসেননি। ফেরী চলাচল বন্ধ হওয়ায় গত একদিনে প্রায় ২২ হাজার টাকা লোকসান হবে বলেও তিনি জানান।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক