চাঁদপুর মতলব দক্ষিণে নবকলস গ্রামের জাহিদ হাসান সোহাগ (১২) গত ২৪ নভেম্বর বাড়ি থেকে প্রাইভেট পড়তে গিয়ে চারদিন যাবৎ নিখোঁজ হয়ে আছে।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানায় একটি সাধারন ডায়েরি করেছে জাহিদের পিতা। সে মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
তার পিতা ইমাম হাসান শিপন জানান, ঐ দিন সকালে আমার বাড়ির পাশেই মতলব মাদ্রাসার অফিস সহকারী নবীর হোসেনের কাছে পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে। পরে শিক্ষকের কাছ খোঁজ নিয়ে জানা যায়, সে প্রাইভেট শেষে বাড়ির দিকে চলে গেছে। কিন্তু সে অদ্যাবধি বাড়ি ফিরেনি।
ইতিমধ্যে তাকে নিকট আত্মীয় স্বজনের বাড়ী এবং সম্ভাব্য সকল জায়গায় খুজেছি ও এলাকায় মাইকিংও করেছি। এখনও তার সন্ধান পাইনি। তাকে না পেয়ে মতলব দক্ষিণ থানায় গত ২৫ নভেম্বর সাধারণ ডায়েরী করেছি (ডায়েরী নং- ৯৬২)।
কোন স্বহৃদয়বান ব্যক্তি তাহার সন্ধান পেয়ে থাকলে ০১৯১৫৬২০১০৬৮ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন জাহিদের পিতা ইমাম হাসান শিপন।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,২৬ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur