চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাটশাল গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক নারিকেল গাছ রোপনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক প্রবাসীর স্ত্রী লিপি বেগম (৩২) ও তার পিতা জাফর পাটোয়ারী আহত হয়েছে। গুরতর আহত প্রবাসীর স্ত্রী লিপি বেগম কে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় এবং জাফর পাটোয়ারীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে বাড়ীতে পাঠিয়ে দেয়া হয়।
১৭ জুলাই বিকেলে নাটশাল গ্রামের প্রধানীয়া বাড়ীতে এ হামলার ঘটনাটি ঘটে।
জাফর পাটোয়ারী বলেন,তাদের বাড়ীর জুয়েল পাটোয়ারী গংদের সাথে বাড়ীর ৮ শতাংশ জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল এবং তাদের ওই জায়গা জবরদখলের চেষ্টা করায় জাফর পাটোয়ারী বাদী হয়ে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা দায়ের করেন।ওই মামলাটি থানায় আসলে তদন্তকারী কর্মকর্তা বিরোধীয় সম্পত্তির উপর নিষেধাজ্ঞা জারি করেন।
জায়গার উপর নিষেধাজ্ঞা থাকা অবস্থায় বাবুল পাটোয়ারী ও তার ছেলে জুয়েল পাটোয়ারী গত বৃহস্পতিবার বিকেলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নারিকেল গাছের চারা রোপন করতে গেলে জাফর পাটোয়ারী ও তার ছেলের স্ত্রী বাঁধা প্রদান করে।একপর্যায়ে বাবুল পাটোয়ারী ও তার ছেলে জুয়েল পাটোয়ারী জাফর পাটোয়ারীকে মারধর করতে থাকে।ডাকচিৎকার শুনে মেয়ে লিপি বেগম এগিয়ে গেলে তার উপর অতর্কিত হামলা চালায় বাপ ও ছেলে।
আহত লিপি বেগম বলেন,আমাদের জায়গায় জোরপূর্বক নারিকেল গাছের চারা রোপন করতে আসলে আমার বাবা বাঁধা দেয়ায় বাবাকে তারা মারধর করতে থাকে।আমি এগিয়ে গেলে আমাকে শারিরীকভাবে নির্যাতন করে।একপর্যায়ে তাদের হাতে থাকা শাপাল দিয়ে আমার শরীরে আঘাত করতে চাইলে বাম হাত দিয়ে ঠেকাই। এতে আমার বাম হাত রক্তাক্ত জখম হলে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
এ বিষয়ে বাবুল পাটোয়ারীর সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৯ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur