মতলব দক্ষিণ

মতলবে প্রতিবন্ধীর তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাটন গ্রামে বুধবার (২ নভেম্বর) আম গাছের ডালের সাথে গলায় ফাঁস দেয়া প্রতিবন্ধীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত প্রতিবন্ধী ওই এলাকার শরিফ হোসেনের কন্যা সাথী আক্তার (১৪) ।

ঘটনার পর বিষয়টি মতলব দক্ষিণ থানায় অবহিত করলে এ এস আই শাহনুর ঘটনাস্থল থেকে প্রতিবন্ধী সাথীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহনুর চাঁদপুর টাইমসকে জানান, ‘এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মেয়েটি কি কারণে আত্মহত্যা করেছে এ ব্যাপারে কেউ কিছু বলতে পারেনি। তবে বিষয়টি তদন্ত চলছে। ’

মতলবে প্রতিবন্ধীর তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধারমতলবে প্রতিবন্ধীর তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

About The Author

প্রতিবেদক- মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ
Share