মতলব ও চাঁদপুর সমাজ সেবা অফিসের নাম ভাঙ্গিয়ে টাকা আদায়কারী একটি প্রতারকচক্র সক্রিয় হয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে সর্বসাধারনকে সচেতন ও সোচ্চার হতে সতর্কবার্তা দিয়েছে মতলব দক্ষিণ উপজেলা সমাজ সেবা কার্যালয়। তাদের দেয়া এক সতর্ক বার্তায় জানানো হয়- জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুরের জেলা সমাজসেবা অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন মোবাইল নম্বর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যগণকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে জেলা সমাজসেবা কার্যালয়ে দলীয় বরাদ্দ এসেছে এটি সম্পূর্ণ একটি প্রতারক চক্রের কাজ। এটার সাথে সমাজ সেবা অফিস বা অফিসের কোন কর্মকর্তা, কর্মচারী কারোই সমৃক্ততা নেই।
প্রতারক চক্রটি ০৫/১০ জনের নামের তালিকা চেয়ে ফরমের মূল্য বাবদ টাকা দাবি করছে এবং ইতোমধ্যে কেউ কেউ প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছেন । সংশ্লিষ্ট সকলকে প্রতারক চক্রের বিষয়ে সচেতন থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে এবং প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা হলো ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৯ মে ২০২৩