চাঁদপুর মতলব পৌর এলাকার খেটে খাওয়া দিন মজুরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন।
৩০ মার্চ সোমবার সকাল সাড়ে ১০টায় করিম কোল্ড ষ্টোরেজ মাঠে ওনার ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার এলাকার কর্মহীন রিক্সা, ইজিবাইক, ভ্যান ও সিএনজি চালক এবং সেলুন মালিক সমিতির সদস্যদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী (চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য) বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে মতলব পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সুকুমার ঘোষ, পৌরসভার সাবেক কমিশনার মল্লিক মোঃ শাহজাহান, মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, করিম কোল্ড স্টোরের ম্যানেজার আবু হানিফ, পৌর যুবলীগের সহ সভাপতি রিপন পাটোয়ারী, কাউন্সিলর ওয়াজ উদ্দিন, মামুন চৌধুরী বুলবুল, মামুনুর রশিদ মৃধা, সমাজসেবক কামাল উদ্দিন বিপ্লব, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ ফারুক মৃধা, সাংগঠনিক সম্পাদক মঈন আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,৩০ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur