Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে পূজা উদযাপন কমিটির মতবিনিময়

মতলবে পূজা উদযাপন কমিটির মতবিনিময়

চাঁদপুরের মতলব উত্তরে শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গাপূজা সম্পন্ন শেষে সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ  উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জুর সাথে মতবিনিময় করেছেন।

রোববার (২৫ অক্টোবর) মতলব উত্তর উপজেলা পরিষদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পূজা উদযাপন কমিটির সভাপতি অজিৎ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার বাড়ের উপস্থাপনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নির্বিঘ্নে উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে শারদীয় দূর্গাপূজা উদযাপন করেছে।

ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি উপজেলার প্রতিটি পূজামন্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করার নির্দেশনা দিয়েছিলেন। সে মোতাবেক প্রতিটি পূজামন্ডপে নিরাপত্তা ও সাহায্য সহযোগিতা করা হয়েছিলো।

তিনি উপজেলা পূজামন্ডপগুলো পরিদর্শন করেছেন এবং প্রতিটি পূজামন্ডপে অতিরিক্ত এক টন করে চাল বরাদ্ধ দিয়েছেন। এছাড়া তিনি নগদ ৫ হাজার টাকার অনুদানও প্রদান করেছেন।

তিনি আরো বলেন, মন্ত্রী মহোদয় উপজেলার সকল ধর্মলম্বীদের উন্নয়নে কাজ করছে। আপনাদের হিন্দুসম্প্রদায়ের মন্দির সংস্কার, দেবোত্তর সম্পত্তি নিস্পত্তি করাসহ অনেক উন্নয়নে কাজ করছে। আধুনিক মতলবের রুপকার মোফাজ্জল হোসেন চৌধুরী মতলব উত্তর উপজেলাকে মিনি সিঙ্গাপুর সিটি হিসেবে গড়ে তোলার জন্য ইতিমধ্যে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়ে কাজ শুরু করেছেন।”

সভায় উপজেলা হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপডেট ১১:৫০ পিএম ২৫ অক্টোবর, ২০১৫ রোববার

প্রতিনিধি/ডিএইচ

কামাল হোসেন খান