চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল সোমবার (১০ অক্টোবর) সকালে মতলব দক্ষিণ উপজেলার শ্রী শ্রী জগন্নাথ মন্দির পূজা মন্ডপ, কলাদী নগেন্দ্র সাহার বাড়ী, কলাদী হারাধন চক্রবর্তীর বাড়ী পূজামন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শন কালে তিনি বলেন ,‘বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মতলব দক্ষিণ উপজেলাবাসী সব সময় সাম্প্রদায়িকতা বজায় রয়েছে। এ উপজেলাবাসী অন্যান্য উপজেলার মধ্যে সাম্প্রাদয়িক সম্প্রীতির ধারক ও বাহক। তিনি বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে বিভিন্ন খোঁজ খবর নেন। কোনো ধরনের অসামঞ্জস্য দেখা দিলে প্রশাসনকে অবহিত করারও পরামর্শ দেন ।’
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক চন্দন সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক বাদল নন্দী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিক, আওয়ামী লীগ নেতা মতিন পাটোয়ারী, শ্রী শ্রী জগন্নাথ আখড়ার পূজা কমিটির সভাপতি সজল ঘোষ, সাধারণ সম্পাদক স্বপন সাহা, হিসাবরক্ষক উত্তম সরকার, বিলাস সরকার ও বলাই সরকার প্রমুখ।
মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট ।। আপডটে, বাংলাদশে সময় ৫:২৭ পিএম, ১০ অক্টোবর ২০১৬, সোমবার
এইউ