চাঁদপুরে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বুধবার (১০ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মাজেদুর রহমান খান বলেন, ‘জেলায় ১শ ৯৬টি মন্ডপে পূর্জা উদযাপিত হবে। তাই সকলকে যার যার অবস্থান থেকে সর্তক থাকতে হবে। প্রতিটি মন্ডপের দায়িত্ব প্রাপ্তদের কাছে প্রশাসনের ফোন নাম্বার রাখতে হবে। সকলকে দায়িত্ব দায়িত্বের মত পালন করতে হবে। যখন যেখানে যে ঘটনা ঘটবে তা তাৎক্ষনিক আমাদের জানাতে হবে। ’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শওকত ওসমানের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়।
প্রতিবেদক:মাজহারুল ইসলাম অনিক
১০ অক্টোবর,২০১৮