মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার দলীয় নেতাকর্মী এবং পুলিশ প্রশাসনকে ঈদ উপহার দিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।
২২ মে শুক্রবার সংসদ সদস্যর নিজ বাড়ীতে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন ও দক্ষিণথানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ এর নিকট পাঞ্জাবি এবং নারী পুলিশ সদস্যদের মধ্যে সেলোয়ার-কামিজ বিতরণ করেন তিনি।
এছাড়া মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার দলীয় নেতাকর্মীদের মাঝে পাঞ্জাবি এবং নারী নেতৃবৃন্দদের শাড়ী বিতরণ করা হয়।এসময় মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসে, এমপির এপিএস লিয়াকত আলী সুমনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,২২ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur