Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে পুলিশ প্রটোকলে আসা সেই বিচারপতিকে জেলহাজতে প্রেরণ
পুলিশ
বিপ্লব প্রধান

মতলবে পুলিশ প্রটোকলে আসা সেই বিচারপতিকে জেলহাজতে প্রেরণ

উচ্চ আদালতের বিচারপতি পরিচয় দিয়ে পুলিশ প্রটোকলে আসা সেই বিপ্লবকে আজ শনিবার চাঁদপুর জেলা জজ কোটের বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে তার ( বিপ্লব প্রধান) বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মামলা করেন পুলিশ।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া তার বিরুদ্ধে থানায় চেক জালিয়াতিসহ একাধিক মামলা রয়েছে বলেও পুলিশের এ কর্মকর্তা জানান।

আরও পড়ুন…  প্রটোকল দিয়ে বাড়ি নেওয়ার পর পুলিশ জানলো ভুয়া বিচারপতি

মতলব সরকারি ডিগ্রি কলেজ গেইট এলাকায় দীর্ঘদিন একটি গ্রীল ও আলমারী তৈরীর কারখানায় কাজ করতেন মোঃ বিপ্লব প্রধান।

বর্তমানে সে ঢাকা রায়ের বাগ এলাকায় ওই একই কাজ করছেন। শুক্রবার সকালে সে একটি ভাড়া করা প্রাইভেট কারে করে ঢাকা থেকে মতলব দক্ষিণ উপজেলার উত্তর দিঘলদী গ্রামের নিজ বাড়ীর উদ্দেশ্য রওয়ানা করেন।সেই বিপ্লব প্রধান নিজেকে বিচারপতি পরিচয় দিয়ে ভিআইপি মর্যাদায় পুলিশ প্রটোকল নিয়ে ঢাকা থেকে নিজ বাড়ীতে পৌছান।

বসত বাড়ি ও ঘরের অবস্থা দেখে পুলিশের সন্দেহ হয় সে একটা প্রতারক।সাথে সাথে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২১ মে ২০২২