মতলবে পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

চাঁদপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার( ২৮ মার্চ) বিকালে মতলব উত্তর উপজেলার ফরিদকান্দি গ্রামে খেলার ছলে পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয় । তারা হলো ফরিদকান্দি গ্রামের বেপারী বাড়ির পারভেজ হাসানের ছেলে সামিউল (৪) ও মেয়ে সামিয়া (৩)।

সামিউলের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বিকালে বাড়ীর উঠানে খেলা করছিল ভাই-বোন। তারা খেলার ছলে সকলের অগোচরে পুকুরের পানিতে পরে ডুবে তাদের মৃত্যু হয় । বাড়ীর লোকজন তাদেরকে উদ্ধার করে। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার রিত্তিকা মজুমদার তাদেরকে মৃত ঘোষণা করেন।

একই দিনে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাশিমপুর খামার বাড়ীর পুকুরে ডুবে বায়েজিদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মা কুলসুমা বেগম চাঁদপুর টাইমসকে জানান, সকালে বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় বায়োজিদ। বহু খোজাখুজির পরে দুপুরে তার মৃতদেহ ভেসে উঠে পুকুরে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, দুইজন শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেনি।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৮ মার্চ ২০২৪

Share