মতলব দক্ষিণ

মতলবের পশ্চিম বাইশপুর সপ্রাবির অভিষেক

মতলব পৌরসভার পশ্চিম বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির অভিষেক সভা সোমবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মতলব পৌরসভার প্যানেল মেয়র ও বিদ্যালয়ের সভাপতি আবুল বাশার পারভেজ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য নজরুল ইসলাম দেওয়ান, মতলব দক্ষিণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিদ্যোৎসাহী সদস্য ফজলে রাব্বী ইয়ামিন, সহ-সভাপতি রোকসানা আক্তার, শিক্ষক প্রতিনিধি জাকির হোসেন প্রধান, অভিভাবক সদস্য লিয়াকত প্রধান, বারেক বেপারী, আয়েশা আক্তার, উম্মে হাবিবা। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব নাজনীন আক্তার।
সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সেই সাথে চলতি বছরের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মা সমাবেশের অয়োজন সর্ম্পকে আলোচনা করা হয়।

মতলবের পশ্চিম বাইশপুর সপ্রাবির অভিষেকমতলবের পশ্চিম বাইশপুর সপ্রাবির অভিষেক

About The Author

প্রতিবেদক- পলাশ রায়, মতলব পৌর করেসপন্ডেন্ট
Share