মতলবে পশ্চিম বাইশপুর টাইগার স্পোটিং ক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

মতলব পৌরসভার পশ্চিম বাইশপুর টাইগার স্পোটিং ক্লাবের আয়োজনে গরীব অসহায় দুঃস্থ্য পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটায় পশ্চিম বাইশপুর টাইগার স্পোটিং ক্লাব প্রাঙ্গণে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব,অসহায় ও দুঃস্থ্য শতাধিক পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে নজরুল দেওয়ানের সভাপতিত্বে ও ক্লাবের সভাপতি ওয়াসিম দেওয়ান সিনিয়র সহ সভাপতি হানিফ খান ও সাধারণ সম্পাদক মোঃ জোটন দেওয়ানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ। তিনি এ মহতী উদ্যোগের জন্য পশ্চিম বাইশপুর টাইগার স্পোটিং ক্লাবের সকল কর্মকর্তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। যুবসমাজের এমন উদ্যেগ অন্যদেরকে উৎসাহিত করবে। এতে করে যুবকরা মাদক, ইভটিজিং এবং সমাজের অপরাধ কর্মকান্ড থেকে বিরত থাকবে।

তিনি আরো বলেন,সামাজিক এ সংগঠনটির যে কোন প্রয়োজনে আমাকে পাশে পাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি ও মতলব পৌর যুবদলের আহবায়ক মোঃ মজিবুর রহমান সরকার,মতলব দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিরান হোসেন মিয়াজি, মতলব পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাইন উদ্দিন মিয়াজী। শুভেচ্ছা বক্তব্য রাখেন পশ্চিম বাইশপুর টাইগার স্পোটিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সোহেল। এসময় সংগঠনের উপদেষ্টাবৃন্দ এবং ক্লাবের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৫ ফেব্রুয়ারি ২০২৫