মতলবে পশুর হাট ভেঙে দিলেন ইউএনও

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নারায়ণপুর এলাকায় লকডাউন অমান্য করে গরুর হাট বসানো হলে তা ভেঙে দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও)।

৪ জুলাই রোববার সকাল ১০টার দিকে কোরবানির পশুর হাট বসানো হয়। স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে শুরু হয় গরু-ছাগল বেচাকেনা। গাদাগাদি করে ক্রেতারা কিনছেন পছন্দের গরু ও ছাগল।

খবর পেয়ে বেলা ১১টার দিকে ইউএনও ফাহমিদা হক তাঁর কার্যালয়ের কয়েকজন কর্মচারী ও পুলিশ নিয়ে সেখানে যান এবং ওই পশুর হাট পন্ড করে ভেঙে দেন হাটের প্যান্ডেল।

পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই হাটের ইজারাদার মো. হাবু মীরকে ২ হাজার টাকার জরিমানা করেন।

লকডাউন চলাকালে সেখানে পশুর হাট বসাতে পারবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামাও আদায় করেন তাঁর কাছ থেকে।

ইউএনও ফাহমিদা হক বলেন, লকডাউন অমান্য করে পশুর হাট বসানোর দায়ে ওই ব্যক্তিকে এ জরিমানা করা হয়।

প্রতিবেদকঃ মাহফুজ মল্লিক,৪ জুলাই ২০২১

Share