মতলবে নৌকা ডুবি সন্তানকে বাঁচাতে গিয়ে বাবা নিখোঁজ

চাঁদপুরের মতলব ধনাগোদা নদীতে নৌকা ডুবে হযরত আলী (৩৮) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছে । নৌকায় থাকা তার ছেলে ও ভাতিজা বেঁচে গেলেও শনিবারেও হযরত আলীর সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীর নন্দলালপুর এলাকায় এ নৌকা ডুবির ঘটনাটি ঘটেছে।

নিখোঁজ ব্যক্তি দাউদকান্দি উপজেলার কাউয়াদি নন্দনপুর গ্রামের সাত্তার ফকিরের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার নন্দলালপুর বাজার এলাকায় ফাইভ স্টার ব্রিকস নামের ইটভাটা থেকে নৌকায় করে ৫০টি ইট নিয়ে দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি গ্রামের দিকে রওনা দেন হযরত আলী ও তার ছেলে হাসিব (৪) এবং ভাতিজা মো. ইমরান (১০) ধনাগোদা নদীর নন্দলালপুর পৌঁছালে পাশ দিয়ে যাওয়া বেপরোয়া ট্রলারের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এসময় ছেলে ও ভাতিজাকে নিয়ে সাঁতরে ট্রলারে তুলে দিতে সক্ষম হলেও নদীতে তলিয়ে যায় হযরত আলী।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আসাদুজ্জামানন বলেন, নিখোঁজ হওয়া ব্যক্তিকে উদ্ধারে জেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশনের ছয়জনের ডুবুরি দল শুক্রবার রাত সাড়ে ৮টা পর্যন্ত খোঁজা খুজি করে না পেয়ে উদ্ধারকাজ স্থগিত করেন।

শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১২ টা পর্যন্ত পূণরায় উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পাননি।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ শাজাহান কামাল বলেন, ঘটনাটি আমি শোনে ঘটনাস্থলে নৌ-পুলিশ পাঠানো হয়। এছাড়া ডুবুরি দল দু’দিন চেষ্টা করেও উদ্ধার করতে পারেননি।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৫ জুন ২০২২

Share