Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে নিষিদ্ধ ট্রাক্টর চাপায় ব্যবসায়ী নিহত
accident-2
প্রতীকী ছবি

মতলবে নিষিদ্ধ ট্রাক্টর চাপায় ব্যবসায়ী নিহত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিষিদ্ধ ট্রাক্টরের চাপায় ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত ১১ টায় উপজেলার ছেংগারচর পৌরসভার শিকিরচর বেড়িবাধের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী মো. জুয়েল (২৬) স্থানীয় বাজারের কাপড় ব্যবসায়ী বাবুল ভূঁইয়ার ছেলে। মোটর সাইকেলে থাকা বন্ধু পাভেল (২৯) আহত হয়, সে বর্তমানে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। দু’জনে উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানী এলাকার বাসিন্দা।

ছেংগারচর পৌর এলাকার মদিনা মার্কেটে ন্যাশনাল ফ্যাশন নামে জুয়েলের কাপড়ের দোকান রয়েছে। এদিকে ছেংগারচর বাজেরর ব্যবায়ী যুবকের মর্মান্তিক মৃতুতে শোকের ছায়া নেমে এসেছে ব্যবসায়ীদের মধ্যে।

মতলব উত্তর থানার ওসি মো. আলমগীর হোসেন মজুমদার চাঁদপুর টাইমসকে জানান, ‘ঘটনার পরপরই পুলিশ ট্রাক্টরটি আটক করে। তবে চালককে খুঁজে পাওয়া যায়নি। নিহত জুয়েলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে বন্ধু পাভেলসহ জুয়েলকে দশানী গ্রামের অপর বন্ধুর বিয়ের অনুষ্ঠানে খাওয়া-দাওয়া করে। এরপর তার আরেক বন্ধু পাভেলকে তার বাড়ি ছেংগারচর পৌরসভার কেশাইরকান্দি এলাকায় এগিয়ে দিতে মোটর সাইকেলযোগে রওয়ানা হয়। সিকিরচর বেড়িবাঁধ এলাকা অতিক্রমকালে বালুবাহি নিষিদ্ধ ট্রাক্টর মটর সাইকেলকে চাপা দেয়। এতে মোটর সাইকেলের আরোহী ব্যবসায়ী জুয়েল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে তাকে উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল
: আপডেট, বাংলাদেশ সময় ৩: ০০ পিএম, ২০ জানুয়ারি ২০১৭, শুক্রবার
ডিএইচ

Leave a Reply