মতলব বাজারে নিরাময় ফিজিওথেরাপি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়। আজ ১৭ নভেম্বর বিকাল ৫টায় স্থানীয় মতলব হাইস্কুল মসজিদের পূর্ব পাশে নিরাময় ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করেন মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন।
সংক্ষিপ্ত আলোচনা সভায় ফিজিওথেরাপি সেন্টারের পরিচালক শরীফ উল্লাহ টিটু ও সজীব কুমার বনিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাকিব হাসপাতাল এন্ড ডায়াবেটিস সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর রোটা. ডাঃ মহিবুর রহমান সাদাত। বক্তব্য রাখেন ফিজিওথেরাপির ডা. ডা. মিনহাজ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন নিউ ল্যাব এইড হাসপাতালের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক খোকন, মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব কিশোর বনিক, আওয়ামী লীগ নেতা রিপন পাটোয়ারী, পৌর আওয়ামী লীগের সভাপতি সোহাগ সরকার, আমেনা ফার্মেসীর স্বত্ত¡াধিকারী মোঃ মোসলেহ উদ্দিন মনা, ব্যবসায়ী নাসির উদ্দিন, রেজাউল করিম, কামরুল হাসান বাবু, তদসেন্টারের পরিচালক সুফি আহমেদ রোজেন, মিজানুর রহমান কাজল, যুবলীগ নেতা মোহাম্মদ আলী, স্বাস্থ্য কর্মী আমিনুল ইসলাম রাজীব প্রমুখ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৭ নভেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur