চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ নলুয়া এলাকায় স্বামীর সাথে অভিমান করে কন্যা শিশু সন্তানকে বিষ খাইয়ে এবং নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে সুমি আক্তার (২৫) নামে গৃহবধু।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে নলুয়া এলাকার বোয়ালিয়া গ্রামে প্রধানিয়া বাড়ীতে এই ঘটনা ঘটে। সুমি আক্তার ওই বাড়ীর সাব্বির প্রধানিয়ার স্ত্রী।
সুমির দেবর মো. আদিল প্রধানিয়া জানান, তার ভাই ঢাকাতে থাকেন এবং একটি ফার্নিচারের দোকানে কাজ করেন। সকালে তার ভাবি সুমির সাথে ভাই সাব্বিরের ফোনে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার ভাবি পরিবারের লোকদের অজান্তে ঘরে থাকে ঘাস নিধনের ঔষধ (বিষ) পান করে এবং শিশু সন্তান ফারিহা (২) কেও মুখে বিষ ঢেলে দেয়।
ঘটনার পরই তার মৃত্যু যন্ত্রণায় চটপট করতে শুরু করে। সেখানে থেকে বাড়ীর লোকজন উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের চিকিৎসক বিপ্লব দাস জানান, গৃহবধুকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তার অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। আর শিশুকে হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ৩ আগস্ট ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur