মতলব দক্ষিণ

মতলবে নায়েরগাঁও চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

মতলবে নায়েরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন মৃধার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ উঠেছে। মতলব-গৌরিপুর-পেন্নাই সড়কের আশ্বিনপুর এলাকায় সড়কের দু’পাশে সড়ক ও জনপদ বিভাগের আওয়াতাধীন রেইনট্রি ও করই গাছমতলবে নায়েরগাঁও চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ অবৈধভাবে বিক্রি করেন বলে এলাকাবাসী এ অভিযোগ করেন।

সরেজমিনে জানা যায়,ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন মতলব-গৌরিপুর পেন্নাই সড়কের দু’পাশের কড়ই গাছ সড়ক ও জনপথ বিভাগের কোনো অনুমোদিত ও টেন্ডার ছাড়াই ইউনিয়ন পরিষদের ৩ হাজার টাকার একটি টোকেন দিয়ে ২৫-৩০ টি গাছ অবৈধভাবে বিক্রি করে দেন। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।

১১ জুলাই ইউপি চেয়ারম্যান একই উপজেলার পাটন গ্রামের সিরাজ মিয়া প্রধানের ছেলে মো.ফারুকের কাছে ৬ টি গাছ ৯ হাজার টাকায় বিক্রি করেন। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

১৭ জুলাই বিক্রিকৃত গাছ শ্রমিকরা কাটতে গেলে ইউপি সদস্য বিনয় দাস,নায়েরগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.সাইফুল ইসলাম সুমন তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.রিপন মিয়াসহ এলাকাবাসীর বাধার মুখে গাছ কাটা বন্ধ হয়ে যায়।

সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো.মাজহারুল ইসলাম জানান,‘অবৈধভাবে গাছ কাটা বন্ধের জন্য আমরা সড়ক বিভাগ চাঁদপুর থেকে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা,মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের নিকট একটি চিঠি প্রদান করেছি।’

‘মাইকে প্রচার ও ব্যানার পেস্টুন সাঁটানো হয়েছে। এর পরও যদি কেউ অবৈধভাবে গাছ কাটে তাহলে উর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নায়েরগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার বিনয় দাস জানান,‘আমি গাছ কাটার জন্য নিষেধ করেছি।গাছ কাটার কোনো বৈধতা আছে কিনা জানতে চাইলে কোন বৈধ কাগজ পত্র দেখাতে না পারেনি। তাই গাছ কাটা বন্ধ রেখেছি।’

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন,‘বর্তমানে গাছ কাটা বন্ধ রেখেছি। আগামী মিটিংয়ে অনুমোদন করিয়ে নিব।’
প্রতিবেদক:মাহফুজ মল্লিক
:আপডেট, বাংলাদেশ সময় 8:৩০ পিএম,১৮ জুলাই ২০১৭,মঙ্গলবার
এজি

Share