চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও এলাকায় মঙ্গলবার রাতে তারাবির নামাজ পড়া অবস্থায় দাদন পাটোয়ারী (৬৫) বছরের এক মুসল্লীর মৃত্যু হয়েছে।

নওগাঁও আড়ং বায়তুল আমান জামে মসজিদে পবিত্র মাহে রমজান ও শবে কদরের নামাজ আদায় করত আসলে নামাজরত অবস্থায় ওনার মৃত্যু হয়। ওইি এলাকার মসজিদের মুসল্লী মোঃ শাহ আলম মাস্টারসহ ২/৩ জন মুসল্লী বলেন,তারাবির নামাজ জামায়াতে আদায় অবস্থায় হঠাৎ করে দাদন পাটোয়ারী অজ্ঞান হয়ে পড়েন।
নামাজের সালাম ফিরানোর পর তাকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানায় হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তার মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানায়,দাদন পাটোয়ারী অত্র মসজিদের একজন নিয়মিত মুসল্লী ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনীগ্রাহী রেখে গেছেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৯ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur