মতলবে নবাগত ম্যাধমিক শিক্ষা অফিসারের যোগদান

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ আলী রেজা আশরাফীর যোগদান উপলক্ষে বরণ অনুষ্ঠান ও পরিচিতি সভা গত ১৬ নভেম্বর দুপুরে শিক্ষা অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত পরিচিতি সভায় নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফিকে ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহহকারী শিক্ষকবৃন্দ।

মতলব পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেনের সভাপতিত্বে ও দিঘলদী এমএ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন খানের সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফী।

উপজেলা একাডেমি সুপারভাইজার আছিয়া আক্তার, আইসিটি পোগ্রামার পার্থ বড়ুয়া, রয়মনেন নেছে মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক মাহবুর রহমান, নারায়নপুর ডিগ্রী কলেজর অধ্যক্ষ রুহুল আমিন, মুন্সির হাট কলেজের সহকারী অধ্যক্ষ জসিমউদদীন মৃধা, ঘোাড়াদারী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আলমগীর হোসেন ,মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক , নওগাঁর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক শিব্বির আহম্মেদ প্রমুখ ।

এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিন উপজেলার সকল কলেজ ও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দরা।

এ সময় নবাগত শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফী বলেন, মতলব দক্ষিণ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে আমি নিরোলস ভাবে কাজ করব। আপনাদের সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন নওগাঁও দাখিল মদ্রাসার প্রভাষক মোঃ জহিরুল ইসলাম ও গীতা পাঠ করেন বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকনচন্দ্র শীল।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৬ নভেম্বর ২০২২

Share