Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে নওগাঁও আরাফাত রহমান কোকোর স্মরণে মিনি ফুটবল
নওগাঁও

মতলবে নওগাঁও আরাফাত রহমান কোকোর স্মরণে মিনি ফুটবল

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নওগাঁ আড়ং বাজার এলাকায় স্থানীয় যুবদল ছাত্রদলের আয়োজনে আরাফাত রহমান কোকোর স্মরণে গতকাল মিনি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপাধি উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধি উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিরন। তিনি তার বক্তব্য বলেন,যুব সমাজকে ক্রীড়ামুখী করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম উদ্যেগ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় খেলাধুলার প্রতি যুব সমাজের আগ্রহ বৃদ্ধি পায়।

তিনি আরো বলেন,সমাজে বর্তমানে মাদক ছড়িয়ে ছিটিয়ে গেছে। এতে করে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাই এই যুব সমাজকে ধ্বংসাত্মক কার্যক্রম থেকে ফিরিয়ে আনতে হলে খেলাধুলার বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাদী উত্তর ইউনিয় যুবদলের সাবেক আহ্বায়ক আবুল কাশেম পংকু,ওখানে উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন সিনিয়র সহ-সভাপতি মাসুদ প্রধান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শোমেল ফরাজি, বিশিষ্ট ব্যবসায়ী রনি ফরাজি, উপাধি উত্তর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আক্তার বেপারী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইউসুফ সরকার, সহ-সভাপতি মনির হোসেন বেপারী প্রমুখ। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন সাকিব ফরাজি, তারেক ফরাজি ও আল আমিন মিয়াজী। উক্ত খেলায় অংশগ্রহণ করেন ভাঙ্গার পাড় যুবসমাজ বনাম নওগাঁও যুবসমাজ।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২০ এপ্রিল ২০২৫