চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ফরাজীকান্দি ইউনিয়নের কাচারীকান্দি এলাকার স্থানীয় লোকজন নদীতে ভাঁসমান লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে মতলব উত্তর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
উদ্ধার করা যুবকের আনুমানিক বয়স (৩২), মুখে অল্প দাড়ি আছে। গায়ে ষ্টেফ সার্ট এর ওপরে কালো রংয়ের মোটা ফুল হাতা গেঞ্জি। পড়নে গেবাডিং প্যান্ট ও কোমড়ে বেল্ট আছে। তবে, দু’পায়ের দিকেই প্যান্ট বটে ওপরের দিকে উঠানো আছে।
স্থানীয় জেলেরা জানায়, সকাল দিকে লাশটি ওই নদীর বিপরীত পারের দামদর্দি এলাকার নদীর পাড়ে ভাঁসমান অবস্থায় দেখতে পেয়েছিল। আর দামদর্দি এলাকাটি চাঁদপুর সদর উপজেলার অংশ।
মতলব উত্তর থানার ওসি(তদন্ত) মোর্শেদুল আলম জানান, লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্যে চাঁদপুরের মর্গে প্রেরন করা হবে।
প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল
২৬ ফেব্রুয়ারি, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur