চাঁদপুর-২ মতলব আসনের ধানের শীষের প্রার্থী জালালকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন তার স্ত্রী শারমিন জালাল।
রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এসে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। ইসি কর্মকর্তাদের জালাল ও নিজের পক্ষে দু’টি চিঠি দেন শারমিন।
এতে জালাল উদ্দিনের গৃহবন্দিত্ব থেকে মুক্তি ও নির্বাচনি প্রচারে অংশ নেয়ার নিশ্চয়তা দাবি করা হয়েছে। এ ছাড়া সার্কেল এএসপি ও দু’থানার ওসির প্রত্যাহারও দাবি করেন তিনি।
শারমিন জালাল সাংবাদিকদের বলেন, চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে ধানের শীষের প্রার্থী জালাল উদ্দিন। তাকে নিজ বাড়িতে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা গত ১৫ ডিসেম্বর থেকে বন্দি করে রেখেছে। বাড়ি থেকে কোনোভাবেই বের হতে দেয়া হচ্ছে না।
‘বাড়ির প্রবেশ পথে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা সার্বক্ষণিক অবস্থান করছে এবং দলীয় নেতাকর্মীদের প্রচারে বাধা দিচ্ছে। একাধিক হামলার ঘটনাও ঘটেছে্ ।‘
তিনি বলেন,‘প্রচারে গেলেই আমাদের কর্মী-সমর্থকদের মারধর করা হচ্ছে। নির্বাচনি মাঠে সবার জন্য সমান সুযোগ দূরের কথা,ঘর থেকেই বের হতে পারছেন না জালাল।’
‘ ১৫ ডিসেম্বর মতলব দক্ষিণে আমাদের বাড়ি থেকে তালা ভেঙে কর্মীদের পিটিয়ে নির্বাচনি পোস্টারসহ সব ধরনের নির্বাচনি সামগ্রী লুট করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাজন কুমার দাস এবং মতলব উত্তর ও দক্ষিণ থানার ওসি বিএনপির কর্মীদের নৃসংসভাবে নির্যাতন করছে ও নির্বাচনি প্রচার কাজ করতে দিচ্ছে না।’
শারমিন বলেন, ‘অন্যদিকে আওয়ামী লীগের স্বশস্ত্র কর্মীদের নগ্নভাবে সর্বাত্মক সহায়তা দিচ্ছে। তারা সরকার দলের নেতাকর্মীদের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করছেন। এমতাবস্থায় নির্বাচনি প্রচার চালানো দূরের কথা তাদের স্বপদে বহাল রাখা হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।’
‘নির্বাচন কমিশনের ওপর আমরা আস্থা রেখেছিলাম। এমন অবস্থা চলতে থাকলে মানুষের আস্থা নির্বাচন কমিশন থেকে উঠে যাবে।’
ওই তিন পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহারের দাবিও জানান তিনি।
স্টাফ করেসপন্ডেট
২৩ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur