চাঁদপুরোর মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাগদা এলাকায় পুলিশ ও এলাকাবাসীর ধাওয়া খেয়ে চোখ,মুখ, পা বাঁধা অবস্থায় ৫টি গরু রেখে পালিয়ে যায় চোরের সংঘবদ্ধ দল।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক পোনে ২টার দিকে পশ্চিম নাগদা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের আব্দুল মালেক প্রধানের বাড়ী থেকে বিভিন্ন বয়সী ৫টি গরু বেঁধে ট্রাকে তুলে নিয়ে যাচ্ছিল চোরের দল।গরুর মালিক টের পেয়ে ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে গরুগুলো পশ্চিম নাগদা রাস্তার পার্শ্বে ভুট্রা ক্ষেতে ফেলে ট্রাক নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায় চোর।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে ওই এলাকায় টহলরত পুলিশ অফিসার এএসআই সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায় এবং চোর ধরার জন্য এলাবাসীকে সাথে নিয়ে বিভিন্ন পয়েন্টে পুলিশ তল্লাশি করে। তবে চোরের দল ধাওয়া খেয়ে দ্রুত সময়ের মধ্যে ট্রাক নিয়ে পালিয় যায়।এদিকে গরুর মালিক তাদের গরু নিজ দায়িত্ব নিয়ে গেছে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৩ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur