Home / উপজেলা সংবাদ / মতলবে দু’পক্ষের সংঘর্ষ : আহত ২
Sanggorsho
প্রতীকী ছবি।

মতলবে দু’পক্ষের সংঘর্ষ : আহত ২

মতলব পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ দিঘলদী গ্রামে অজি বাড়িতে ২৮ মার্চ বিকেলে ইট নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে ২জন আহত হয়। আহতরা হলো- দিঘলদী গ্রামের শাহআলমের স্ত্রী হালিমা (৩০), বিল্লালের স্ত্রী মিতু (২৮)। এদের মধ্যে হালিমাকে আশংকাজনক অবস্থায় মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে।

আহত হালিমা বেগম জানান, ঘটনার দিন বিল্লালের স্ত্রী মিতু একই বাড়ির হাসিমার ইট নিয়ে যায়। হালিমা এ ঘটনা হাসিমাকে জানালে মিতু ক্ষিপ্ত হয়। পরে হালিমা ছিডা গাজী প্রধানীয়া বাড়ীতে চার্জার লাইট চার্জ দিতে গেলে মিতু হালিমাকে মারধরের চেষ্টা করে। এক পর্যায়ে হালিমার হাতে থাকা চার্জার লাইট নিয়ে হালিমার মাথায় আঘাত করে। এতে হালিমা অজ্ঞান হয়ে পড়লে আশ পাশের লোকজন তাঁকে দ্রুত মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হালিমাকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে।

মিতু জানান, হালিমাদের সাথে আমাদের দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিরোধ চলে আসছে। আমার বদনাম করার জন্য শাহআলমের স্ত্রী হালিমা আমার বিরুদ্ধে ইট চুরির অপবাদ দেয়। আমি জিজ্ঞাসা করতে গেলে আমাকে গালিগালাজ করে।

মতলব পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাই জানান, ঝগড়া বিবাদের কথা আমাকে মোবাইলে জানানো হয়েছে।

কর্তব্যরত চিকিৎসক ডা. মোশারফ হোসেন জানান, হালিমার মাথায় আঘাত পেয়েছে। সেলাই করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর প্রেরণ করা হয়েছে।

||আপডেট: ০৯:০৮  অপরাহ্ন, ২৮ মার্চ ২০১৬, সোমবার

চাঁদপুর টাইমস /এমআরআর