মতলবে দশম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু

চাঁদপুর মতলব উপজেলার দক্ষিণ করবন্দ এলাকার ১০ম শ্রেণির ছাত্রী নাছরিন আক্তারের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ মৃত্যুর ঘটনাটি রোববার বিকাল ৫টায় স্কুল ছাত্রীর নাছরিনের বসতঘরে ঘটেছে বলে জানা গেছে।

মৃত্যুর ঘটনায় ব্যাপক রহস্য রয়েছে বলে পুরো এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্কুল ছাত্রীর লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মডেল থানায় নিয়ে আসা হয়।

মৃত স্কুলছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, মতলব উপজেলার মাস্টার বাজার ইউনিয়নের দক্ষিণ করবন্দ এলাকার মিজি বাড়ির মনির হোসেন মিজির মেয়ে নাছরিন আক্তার স্থানীয় মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী ছিলো। সে রোববার বিকালে স্কুল থেকে বাড়িতে ফিরে নিজ ঘরে বসে টিভি দেখছিলো। এ সময় হটাৎ করে সে ঘুরে পড়ে গিয়ে টিভির সাথে তার মাথা আঘাতপ্রাপ্ত হয়। এ সময় তাকে পরিবারের লোকজন ধরাধরি করে স্থানীয় মতলব চিকিৎসা কেন্দ্রে নেয়।

পরবর্তীতে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এদিকে স্কুল ছাত্রীর এ রহস্যজনক মৃত্যুকে বিষপানে আত্মহত্যা বলে পুরো এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে। পারিবারিকভাবে বিষপানের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলেও এলাকাবাসী সূত্রে জানা গেছে।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. রফিক জানায়, প্রাথমিক তদন্তে তেমন কিছু বুঝা যাচ্ছে না। তবে মেয়েটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বিষপানের কোনো আলামত এ পর্যন্ত পাওয়া যায়নি।

তবে কী কারণে দশম শ্রেণিতে পড়–য়া এ স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে তা স্পষ্ট বুঝা না গেলেও এ মৃত্যুতে গভীর রহস্য রয়েছে বলে এলাকাবাসী মন্তব্য করেন।

||আপডেট: ১০:২৪ অপরাহ্ন, ২০ মার্চ ২০১৬, রোববার

চাঁদপুর টাইমস /এমআরআর

Share