চাঁদপুরের মতলব দক্ষিণে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রোববার (৯ সেপ্টেম্বর) বিকেলে মতলব দক্ষিণের নারায়ণপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, নারায়ণপুর ইউনিয়নের ১১০নং পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে প্রলোভন দেখিয়ে স্কুল চলাকালীন শ্লীলতাহানি করেন শিক্ষক মাসুদ রানা। এর পর ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ইউনিয়নের পাঁচ গ্রামের মানুষ উত্তেজিত হয়ে শিক্ষককে অবরুদ্ধ করে বেদম প্রহার করে।
এ ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাহাবুদ্দিন ও উপজেলা শিক্ষা অফিসার সহিদুল হক মোল্লা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন।
পরে মতলব দক্ষিণ থানায় খবর দিলে ওসি স্বপন কুমার আইচের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে শিক্ষক মাসুদ রানাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সন্ধ্যায় ছাত্রীর দাদি বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় নারী নির্যাতন মামলা করেছেন।
করেসপন্ডেন্ট, ৯ সেপ্ম্বের, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur