বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ এর পক্ষ থেকে দ্বিতীয়বারেরমত মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন পেশার কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী (ইফতার) বিতরণ করা হয়।
৩ মে রোববার ৩ মে বেলা ১১টায় মতলব সরকারি ডিগ্রি কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে সু-শৃঙ্খলভাবে খাদ্য সামগ্রী প্রদান করেন মেজর খায়রুল ইসলাম।
এ সময় মতলব দক্ষিণ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগ নেতা এমএ আজিজ বাবুল, যুবলীগের যুগ্ম আহবায়ক চন্দন সাহা, বাদল নন্দী, গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সধারন সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিন, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদসহ সাংবাদিক ও সেনাবাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরনের প‚র্বে মেজর খায়রুল ইসলাম বলেন, আতঙ্ক নয়, জনসচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধের একমাত্র উপায়। আপনারা ঘরে থাকবেন, জরুরী প্রয়োজন ব্যতিত বের হবেন না। আপনার অসচেতনতা ও ভুলের কারণে আপনার পরিবারের সদস্যরা ভাইরাসের আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্থ হবে।
প্রসঙ্গত, সেনা প্রধানের পক্ষ থেকে মতলব দক্ষিণ উপজেলার ৩ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল,ডাল তেল, চিনি, সুজি, সাবান বিতরণ করা হয়।
প্রতিবেদক : মাহফুজ মল্লিক, ৩ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur