চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলাধীন মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের তিন শিক্ষার্থীকে পুরষ্কৃত করলেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার।
গত ২৮ সেপ্টেম্বর পুলিশ সুপারের পক্ষে আনুষ্ঠানিকভাবে ওই তিন শিক্ষার্থীকে প্রণোদনামূলক পুরষ্কার তুলে দেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কুতুব উদ্দিন।
গত ৩০ জুলাই রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার শামসুন্নাহারের করা তিনটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ায় কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দোলন আক্তার, সাদিকুন্নাহার ও একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী শামসুন্নাহারকে প্রণোদনামূলক পুরষ্কার ঘোষণা করেন।
পরে তিনি মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কুতুব উদ্দিনের মাধ্যমে গতকাল ওই তিন শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করেন।
পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল রোটা. আফরোজা খাতুন, কলেজ গভর্নিংবডির সদস্য দেওয়ান রেজাউল করিম, মজিবুর রহমান সরকার, মো. হেদায়েত উল্লাহসহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০৪:০০ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur