চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজার এলাকার দুটি প্রাইভেট হসপিটালকে দেড় লক্ষ টাকা জরিমানা ও সিলগালা এবং অপর একটি প্রাইভেট হসপিটালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় ঘোষণা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট ফাতিমা সুলতানা। সিলগালাকৃত হাসপাতাল গুলোর মধ্যে রয়েছে নারায়ণপুর জেনারেল হাসপাতাল, জরিমানা ১ লক্ষ টাকা, নারায়ণপুর মিম জেনারেল হাসপাতাল সিলগালা ও জরিমানা ৫০ হাজার টাকা এবং নারায়ণপুর ম্যাক্স ভিআইপি হাসপাতালকে শুধু ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, সোমবার বিকেলে নারায়ণপুর বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণপুর জেনারেল হাসপাতালের লাইসেন্স না থাকা,গ্রাম্য হাতুড়ে ডাক্তার দ্বারা সিজারিয়ান অপারেশন করা,ভূয়া নার্সসহ একাধিক অভিযোগ পাওয়ায় হাসপাতালটি সিলগালা করাসহ একলক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মিম জেনারেল হাসপাতালেও লাইসেন্স ও ডাক্তার না থাকাসহ নানা অনিয়মের কারনে সিলগালা এবং নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে নারায়ণপুর ম্যাক্স ভিআইপি হাসপাতালে ডাক্তার না থাকাসহ অনিয়মের কারনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট ফাতিমা সুলতানা বলেন,একাধিক অভিযোগের ভিত্তিতে ওই হাসপাতালগুলোতে অভিযান চালানো হয়। হাসপাতাল পরিচালনা করতে যেসকল নিয়ম এবং আইন মেনে চলার কথা তা না মেনে একাধিক অপরাধ করায় দুটি হাসপাতাল সিলগালা ও অর্থদন্ড এবং অপর একটি হাসপাতালকে অর্থদন্ড দেয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহিবুল্লাহ সৌরভ, স্যানেটারী ইন্সপেক্টর খোরশেদ আলমসহ থানা পুলিশের সদস্যবৃন্দ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১০ ডিসেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur