Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে তাহ্ফিজুল উম্মাহ্ হাফিজিয়া মাদ্রাসায় কোরআন ছবক
মতলব পৌর সদরে অবস্থিত, মতলব পৌর সদরে অবস্থিত

মতলবে তাহ্ফিজুল উম্মাহ্ হাফিজিয়া মাদ্রাসায় কোরআন ছবক

মতলব পৌর সদরে অবস্থিত তাহফিজুল উম্মাহ হাফিজিয়া মাদ্রাসায় কোরআন ছবক অনুষ্ঠান সোমবার ২৬ অক্টোবর সকালে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি কামাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও পরিচালক মাওলানা মুফতি মোরশেদুল আলম সিরাজীর পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা মেসবাহ উদ্দিন, আনোয়ার হোসেন সরকার, মোঃ নেছার উদ্দিন আহমেদ, ঢাকা রেলওয়ে সুন্নি হাফেজিয়া ও আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা মেছবাউদ্দিন আশরাফী, অভিভাবক প্রতিনিধি আবু সাঈদ, নেছারবিন বাশার, থানার এসআই শাহ আলম, দবির উদ্দিন মানিক, মোঃ জানে আলম, মোঃ নূর নবী, মোঃ আমিনুল হক, ইমাম হোসেন সুমন, মাওলানা নেছারউদ্দিন আহমেদ প্রমুখ।

মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআন ছবক প্রদান করেন ঢাকা রেলওয়ে সুন্নি হাফেজিয়া ও আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ রফিকুল ইসলাম। এসময় মতলব দক্ষিণ উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রিয়াদুল আলম, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জামাল উদ্দিন মন্টু, সাধারণ সম্পাদক এস এম সফিকুল ইসলাম, পরিচালক বাছির আহমেদ, মোহাম্মদ মোদাচ্ছের হোসেন, সোলাইমান হোসেন, মোঃ আরিফুল ইসলাম, দেলোয়ার হোসেন, হাফেজ মোঃ মহিউদ্দিন, নুরুজ্জামান লিটন, কবির হোসেন, জুলহাস হাজীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ছবক অনুষ্ঠানে শেষে মাদ্রাসা পরিদর্শনে আসেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) আহসান হাবীব। এসময় তিনি মাদ্রাসার অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নিদের্শনামূলক বক্তব্য রাখেন।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক,২৬ অক্টোবর ২০২০