Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে তালগাছের মাথায় শিশুকে দেখে এলাকায় ধুম্রজাল

মতলবে তালগাছের মাথায় শিশুকে দেখে এলাকায় ধুম্রজাল

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেহপুর ইউনিয়নের লধুয়া নয়াকান্দিতে রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় তালগাছের মাথায় একটি শিশুকে দেখে জ্বীন-ভূতের কথা বলে স্থানীয়দের মাঝে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।

শিশুটি ওই এলাকার বিসমিল্লাহ বেকারীর কর্মচারী ও উপজেলার ঠেঁটালিয়ার গ্রামের বাসিন্দা আল-আমিন (১০)।

প্রাথমিকভাবে ধারণা করা গেছে শিশুটি মানসিকরোগী। ঘটনাস্থলে প্রায় সহস্রাধিক উৎসুক জননা ভীড় করে। বিষয়টি নিয়ে কৌতুহল সৃষ্টি করে।

ইউপি চেয়ারম্যান আজমল হোসেন বাচ্চাটির চাচা সূত্রে জানায়, ‘বংশগতভাবে তারা এ ধরণের রোগী। মাঝে মাঝে তার বাবাও এভাবে হারিয়ে বিভিন্ন গাছে উঠে পড়ে বা কবরস্থানে পালিয়ে থাকতো।’

ঘটনার বিবরণে ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী চাঁদপুর টাইমসকে জানায়, ‘প্রত্যক্ষদর্শী ক’জন ১০ বছর বয়সী একটি বাচ্চাকে তালগাছের মাথায় একটি ঢাল ধরে অপর ঢালে শুয়ে আছে দেখতে পায়। এসময় তার মুখ থেকে লালা বের হচ্ছিলো। স্থানীয়রা চেয়ারম্যানকে অবহিত করে। পরে চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে বাচ্চাটিকে স্থানীয়দের সহায়তায় নামানোর চেষ্টা করেন। কিন্তু নামাতে গেলে সে চিৎকার দিয়ে বলে উঠে, “আমাকে ধরবে না, আমি রক্ত খাবো, মাংস খাবো” ইত্যাদি।

এ ভয়ে স্থানীয় কারো সহযোগিতায় বাচ্চাটিকে নামাতে পারেননি বলে জানান তিনি।

পরে বিষয়টি মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান ও চাঁদপুর ফায়ার সার্ভিস উত্তরকে খবর দেয়া হয়।

মতলব উত্তর থানা সূত্রে জানা যায়, ‘ফায়ার সার্ভিস রাত ১০টার দিকে সেখানে পৌঁছে বাচ্চাটিকে ১১টা দিকে নামাতে সক্ষম হয়।’

চাঁদপুর ফায়ার সার্ভিস উত্তরও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মানসিক সমস্যা থেকে বাচ্চাটি তালগাছে উঠে গেছে। আমাদের পুলিশের টিম খবর পেয়ে সেখানে গিয়েছে। ফায়ার সার্ভিসকেও খবর দেয়া হয়েছে।’

এ ব্যাপারে বিসমিল্লাহ বেকারীর মারিক নুরুল ইসলামকে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক বেকারীর এক কর্মচারী জানায়, আল-আমিন প্রকৃতির ডাকে সাড়া দেয়ার কথা বলে মাগরিবের পর বেকারী থেকে বের হয়। পরে ঘণ্টাখানেক পার হওয়ার পর সে না ফেরায় তাকে খোঁজার উদ্দেশ্যে তারা বের হয়ে আল-আমিনকে তালগাছের মাথায় দেখতে পায়।’

: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৯ পিএম, ৩০ অক্টোবর ২০১৬, রোববার
ডিএইচ

মতলবে তালগাছের মাথায় শিশুকে দেখে এলাকায় ধুম্রজাল

About The Author

প্রতিবেদক- মাহফুজ মল্লিক, মতলব

Leave a Reply