মতলবে তানভীর হুদার নেতৃত্বে বিএনপির অবরোধ কর্মসূচি পালিত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বর্তমান সরকারের পদত্যাগ দাবিতে একদফার যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির চলমান অবরোধ কর্মসূচি সফল করতে এক দফা এক দাবিতে বিএনপি জামাতের ডাকা টানা তিন দিন অবরোধের দ্বিতীয় দিনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মিছিল করেছে দলটি।

দেশব্যাপী টানা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন গত বুধবার (১ নভেম্বর) সকালে মতলব ব্রীজে মতলব উত্তর-দক্ষিন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা, চাঁদপুর-২ আসনের ৪ বারের সংসদ সদস্য, সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা সাহেবের জ্যেষ্ঠ পুত্র, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক গত জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে বিএনপি’র প্রাথমিক দলীয় মনোনয়ন প্রাপ্ত জননেতা তানভীর হুদা’র নির্দেশে বিএনপির শতাধিক নেতাকর্মী অবরোধ কর্মসূচিতে যোগদান করেন।

নিজস্ব প্রতিবেদক, ১ নভেম্বর ২০২৩

Share