চাঁদপুর মতলব দক্ষিণে তানজিনা (২২) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৭ ডিসেম্বর রোববার বেলা ১১টার দিকে নারায়ণপুর ইউনিয়নের পুরণ গ্রাম থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
তানজিনা ওই গ্রামের আব্দুস ছাত্তারের মেয়ে। তিনি ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।
পুলিশ জানায়, কয়েক দিন আগে তানজিনা তাঁর গ্রামের বাড়িতে আসেন। আজ সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন। খোঁজাখুঁজির পর দুপুরে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাঁর নিস্তেজ ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকেরা।
বিষয়টি থানায় জানালে মতলব দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করেন।
তানজিনার পিতা বলেন,ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা বলতে পারবেন না। মেয়েকে হারিয়ে তিনি শোকে মুহ্যমান।
মতলব দক্ষিণ থানার ওসি মো. মহিউদ্দিন মিয়া বলেন, এ ব্যাপারে তাঁর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য ওই পোশাককর্মীর লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিবেদদক:মাহফুজ মল্লিক,২৭ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur