চাঁদপুর মতলব উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মঝে মিড-ডে মিলের টিফিন বক্স বিতরণ মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতলব পৌরসভার কাউন্সিলর কিশোর কুমার ঘোষের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক নূরুন নাহার আক্তার বকুলের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জুলফিকার আলী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম শেফা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর রাশেদা আক্তার রোজী, সহকারী শিক্ষা অফিসার মোখলেছুর রহমান, বিদ্যালয়ের অভিভাবক সদস্য লোকমান হোসেন বাবুল, বিদ্যোৎসাহী সদস্য জাকির খান প্রমুখ।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে মিড-ডে মিলের টিফিন বক্স বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক-মাহফুজ মল্লিক মতলব দক্ষিণ ।। আপডটে, বাংলাদশে সময় ১০:৩৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৬, মঙ্গলবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur